দিনাজপুরে চুরির অভিযোগে এক যুবককে পিটিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রেখেছে এলাকাবাসী। এ ঘটনায় এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।
রোববার (২১ ফেব্রুয়ারি) সকালে দিনাজপুর শহরের সংগীত কলেজের গলিতে যুবককে বেঁধে রাখা হয়। দৃশ্যটি নজরে পড়ে পথচারীদের।
জানা গেছে, এই এলাকায় বেশ কিছুদিন ধরে বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। অনেক চেষ্টা করেও চুরি বন্ধ করা যাচ্ছে না। ভোর রাতে একটি গুদাম থেকে মালামাল চুরির সময় হাতেনাতে ওই যুবককে আটক করা হয় বলে জানায় এলাকাবাসী। এরপর তাকে পিটিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়।
তবে, যুবকটির বিরুদ্ধে অভিযোগ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে কেউ রাজি হননি।
খবর পেয়ে পুলিশ যুবকটিকে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে কোতোয়ালি থানার তদন্ত কর্মকর্তা আসাদুজ্জামান জানিয়েছেন, তার বিরুদ্ধে চুরির অভিযোগ করেন গনেশতলা এলাকার এক বাড়ির মালিক। লিখিত এজাহার দিলে তার বিরুদ্ধে মামলা নেওয়া হবে।