চট্টগ্রাম নগর ছাত্রলীগের ১৩ ইউনিটের ঘোষিত কমিটি নিয়ে অসন্তোষ সৃষ্টি হয়েছে।
বুধবার (১০ ফেব্রুয়ারি) রাতে হাজী মুহাম্মদ মহসীন কলেজ ছাত্রলীগের কিছু নেতাকর্মী সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন।
এর আগে বিকেলে সরকারি হাজী মুহাম্মদ মহসীন কলেজসহ ১৩ ইউনিটের কমিটি ঘোষণা করা হয়। নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু ও সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর কমিটির অনুমোদন দেন।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খোন্দকার বলেন, মহসীন কলেজের সামনে কিছু ছাত্র বিক্ষোভ করেছে।তবে কিছুক্ষণ পর আবার ক্যাম্পাসে ফিরে গেছে। কাউকে আটক করা হয়নি।
নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর বলেন, যারা ছাত্রলীগে কাজ করেছে কমিটিতে সবাইকে রাখার চেষ্টা করা হয়েছে। একটি কমিটি দিলে সবাইকে খুশি করা যায় না।