ফিলিস্তিনের জেরুজালেম নগরীর উম্মে তুবা গ্রামের দিমা, দিনা, সুজান ও রাজান এক সাথে জন্ম হয়। তাদের বয়স সবেমাত্র ১৮ বছর। ৪ বোনের লেখাপড়া বেড়ে ওঠা একই সঙ্গে।
তারা মাধ্যমিক স্কুল পরীক্ষায়ও নম্বর পেয়েছন একই। এ পরিক্ষার চেয়েও বিস্ময় কর ব্যাপার একই। জমজ এই চার বো একই সঙ্গে কোরআনের হিফজ সম্পন্ন করেছে। ৪ বোনের দরিদ্র পরিবারের জন্ম হলেও শিক্ষাদীক্ষায় যত্নের অভাব নেই দিমা-দিনার মা-বাবার।
তাদের মা-বাবা যেমন মাধ্যমিকে লেখাপড়ার দিকে কাজ করেছেন তেমনি মেয়েদের ধর্মীয় শিক্ষায়ও পিছিয়ে থাকুক তা তারা চান না। এ জন্যই স্কুলের পাশাপাশি পবিত্র কোরআনেরও হাফেজ বানিয়েছেন ৪ বোনকে। তারা একসঙ্গে হিফজ শুরু করে আবার এক সঙ্গেই কোরআনের হিফজ সমাপ্ত করেছে। থাকেনও মানিকজোড়ের মতো একই সঙ্গে থাকে।
৪ বোনের ব্যাপারে বলা হয়, যেন এমন উজ্জ্বল একটি হার, যার পুঁতি ও পাথরগুলো পরস্পর সাদৃশ্যপূর্ণ। তবে পৃথক হলে স্বতন্ত্র চারটি হার হয়ে উঠবে।
দিমা-দিনা-সুজান-রাজান এর মা নাজাহ আশ শানিতি জানান, তার ৪ জন মেয়ে জেরুজালেমের আবু বকর সিদ্দিক (রা.) বালিকা বিদ্যালয়ে লেখাপড়া করছেন। তাদের সদ্য প্রকাশিত মাধ্যমিক পরীক্ষার ফলাফলে সবার গড় নব্বইয়ের কোঠায়। চার বোনের মধ্যে রয়েছে পারস্পরিক মিল, তাদের লেখাপড়ার প্রতি গভীর মনোযোগ ও সাফল্যের জন্য তিনি খুবই আনন্দিত।