হেফাজত ইসলামের পূর্বঘোষিত কর্মসূচি হিসেবে বায়তুল মোকাররম মসজিদে বিক্ষোভ শুরু করেন তারা। ঢাকা মহানগর পুলিশ আশ-পাশের সকল মসজিদ গুলোতে অতিরিক্তি পুলিশ মোতায়েন করেছেন।
বায়তুল মোকাররমের উত্তর গেটে শুক্রবার জুমার নামাজের পর এ বিক্ষোভ পালন করেন তারা। এ বিক্ষোভ কর্মসুচিতে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা উপস্থিত থেকে বক্তব্য দেন।
এদিকে সকল রকমের অপ্রিতিকর ঘটনা এরাতে দৈনিক বাংলা, পল্টন, কাকরাইল, প্রেসক্লাব, গুলিস্থানসহ বিভিন্ন স্থানে পুলিশ সদস্যদের অবস্থান দেখা গেছে। গোয়েন্দা পুলিশ, র্যাব ও ডিবিসহ সকল আইশৃঙ্খলা বাহীনির সদস্যরা দায়িত্ব পালক করছেন বলে জানা গেছে।