বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতা রুহুল কবির রিজবী করোনায় অক্রান্ত হয়ে শারিরীক অবস্থার অবনতি হয়ে অক্সিজেনে মাত্রা কমে গেলে তাকে অক্সিজেনের সাপোর্টে রাখা হয়েছে বলে জানা গেছে। রুহুল কবির রিজবীর ব্যাক্তিগত সহকারী গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত বৃধবার তার করনো পরীক্ষা করালে পজেটিভ রিপোর্ট আসে। এর আগে তার শরীরের অবস্থা কিছুটা ভাল ছিল। গকতাল অবস্থার অবনতি হলে অক্সিজেন দেয়া হয়।
তিনি আরো জানান, স্বাধীনতা দিবসের দিন তার করোনা রিপোর্ট পজেটিভ আসলে ঢাকার বেসরকারী স্বাস্থ্য কমপ্লেক্স স্কয়ার’রে ভর্তি হন। সেখানেই তিনি বর্তমানে চিকিৎসা নিচ্ছেন বলেও জানান। তিনি দেশের সকলের কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।