ময়মনসিংহের ধোবাউড়ায় ৯ বছরের
শিশুকে ধর্ষণের অভিযোগে মো. সিরাজ (৭০) নামে এক বৃদ্ধের গলায় জুতার মালা পরিয়ে বাজারে ঘুরিয়েছে স্থানীয়রা।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার এরশাদ বাজার এলাকায় ওই বৃদ্ধকে জুতার মালা পরিয়ে ঘোরানো হয়।
ধর্ষণের ঘটনায় ওইদিন রাতেই শিশুর বাবা বাদী হয়ে মো. সিরাজ মিয়াকে আসামি করে ধোবাউড়া থানায় মামলা করেন।
এর আগে সোমবার (২০ ডিসেম্বর) বিকেলে ওই শিশুকে খাবার ও টাকার লোভ দেখিয়ে নিজের ঘরে নিয়ে ধর্ষণ করেন ওই বৃদ্ধ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঘটনাটি শুনে স্থানীয় ইউপি সদস্য মোফাজ্জল হোসেন মিমাংসা করার চেষ্টা করেন।
কিন্তু বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে সিরাজ মিয়াকে মেম্বারের নির্দেশে আটকে রাখে স্থানীয়রা। পরে তার গলায় জুতার মালা পরিয়ে এরশাদ বাজারে নিয়ে আসে। এ সময় সিরাজ মিয়ার গলায় জুতার মালা পরিয়ে বাজারের বিভিন্ন জায়গায় ঘোরানো হয়।
বিষয়টি নবনির্বাচিত চেয়ারম্যান হারুন অর রশিদ জানতে পেরে থানা পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই বৃদ্ধকে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মোফাজ্জল হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যান হারুন অর রশিদ বলেন, আমি ঘটনাটি শোনার পরপরই পুলিশকে জানাই। তারা তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, বৃদ্ধ এবং ভিকটিম থানা হেফাজতে আছে। ভিক্টিমকে ফরেনসিক পরীক্ষা ও বৃদ্ধকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
তিনি আরও বলেন, ওই বৃদ্ধকে জুতার মালা পরিয়ে অত্যাচার করায় তার ছেলে মামলার প্রস্তুতি নিচ্ছেন।