চট্টগ্রাম জেলার চান্দগাঁওয়ে আবাসিক
হোটেলে তরুণীকে আটকে রেখে দেহ ব্যবসায় বাধ্য করার অভিযোগে
হোটেল কর্মচারীসহ সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ।
এ ঘটনায় হোটেলটির মালিক, ম্যানেজারসহ আরও তিনজন পলাতক রয়েছেন বলে জানায় পুলিশ।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে চান্দগাঁও থানাধীন
বহদ্দারহাট এলাকায় হোটেলটিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন_ হোটেলের কর্মচারী মাহফুজুর রহমান (২৯), আব্দুল আল মামুন (২৪), ইস্কান্দর আলম (২৩), মো. ইসমাইল (৩২), শারমিন আক্তার ওরফে মুন্নি (২০), সুমি আক্তার শারমিন (২৮) ও মনিফা বেগম (৩০)।
এ তথ্য নিশ্চিত করে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মঈনুর রহমান জানান, গত বছরের ১২ অক্টোবর থেকে চলতি মাসের ৬ জানুয়ারি পর্যন্ত ওই তরুণীকে হোটেলে আটকে রেখে দেহব্যবসায় বাধ্য করেন অভিযুক্তরা। থানায় ওই তরুণীর এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে জড়িত সাতজনকে গ্রেফতার করেছে। পলাতক বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।